About Us
নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ৩১/০৩/২০২১ ০১:৫৬পি এম

নওগাঁর পত্নীতলায় ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু Ad Banner

নওগাঁর পত্নীতলায় ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  ৩১ মার্চ,বুধবার,সকাল ৭টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারসংলগ্ন কাশিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত এনামুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মণ্ডলের ছেলে। 

ঘটনা সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের মাছ নিয়ে ভটভটিতে পত্মীতলা উপজেলার নজিপুর বাজারে যাচ্ছিলেন। সকালে হালকা শীত থাকায় তিনি চাদর গায়ে বসে ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবসত গায়ের চাদরটি ভটভটির চাকার জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকার সঙ্গে গায়ের চাদরটি জড়িয়ে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। 

ঘটনার পর নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ