Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৩/০২/২০২১ ০২:১৫পি এম

বিএনপির সাথে বৈঠকে বসবেন পুলিশের মহাপরিদর্শক

বিএনপির সাথে বৈঠকে বসবেন পুলিশের মহাপরিদর্শক Ad Banner

বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

আগামী (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৪টায় আইজিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয় বিএনপি।

বৈঠকে বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন- স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ