মো.আমিনুল ইসলাম
প্রকাশ ২১/০২/২০২১ ০৩:১৯পি এম
ভাষা আন্দোলন
মাতৃ ভাষার রক্ষার তরে
ফাগুন মাসের আট তারিখে
শোষক গোষ্ঠীর কারফিউ ভেঙে
হয়েছিলো যে আন্দোলন।
সেই মিছিলে বাংলা জাতির
স্লোগানের গর্জন শুনে
ভয়ে কেঁপে জিন্নার দলে
করেছিলো গুলি বর্ষণ।
সালাম বরকত রফিক জব্বার
আরো অনেক মায়ের সন্তান
করেছিলো অকাতরে
তাজা রক্ত ধার বিসর্জন।
তাদের রক্তের বিনিময়ে
বাংলা ভাষা শির উচিয়ে
রাষ্ট্র ভাষার বিজয় কেতন
করেছিলো যে অর্জন।
সেই অর্জনের বদৌলতে
মায়ের মধুর বাংলা ভাষায়
আজো আমরা করছি প্রকাশ
মনের সব কথোপকথন।
তাই ফাগুনের প্রতি আটে
সব শহীদের স্মৃতি ধ্যানে
এখন বিশ্বের প্রতি দেশে
প্রভাত ফেরীর হয় আয়োজন।
নগ্ন পায়ে স্তুতি গেয়ে
ফুলো মালা প্ল্যাকার্ড নিয়ে
ভাষা শহিদ তোমার পায়ে
করে সবে শ্রদ্ধা জ্ঞাপন।
কোথায় গেল পাক বাহিনী
কোথায় গেল জিন্নার শাসন
দেখ চেয়ে পুরো বিশ্ব
আজ বাংলাকে করছে স্মরণ।