Md. Nayeem Uddin Khan
প্রকাশ ২০/০২/২০২১ ১২:১১এ এম
কংক্রিটের বাড়িতে সবুজের ছোঁয়া
গ্রাম মানেই সেখানে সবুজের মনোরম পরিবেশ। নিঃশ্বাসে মেলে স্নিগ্ধতা। শরীর ও মন-মেজাজ থাকে একদম ফুরফুরে। কিন্তু শহরে ইট পাথরের দেয়ালে ঘেরা বাড়িতে সেই স্নিগ্ধতা কই? শহুরে রুক্ষতা, দূষণের দৌলতে সবুজগুলো ধূসর হয়ে গেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার সংখ্যাও। আর না শহরে আছে প্রাণভরে নিশ্বাস নেয়ার কোনো জো।
দিন দিন যত আধুনিক হচ্ছে সমাজ, ততই যেন নষ্ট হয়ে পড়ছে প্রকৃতির সৌন্দর্য। ফলাফল আজকের এই দূষণের নগরী। আমরা চেষ্টা করলে হয়তো পুরো পৃথিবীর চিত্র পাল্টাতে পারবো না। কিন্তু ইচ্ছে করলে নিশ্চয়ই নিজের চারপাশটা বদলানো যেতে পারে।
আপনি চাইলেই কংক্রিটের বাড়িতে নিয়ে আসতে পারেন সবুজের স্পর্শ। নিজ বাড়ির অন্দরমহল থেকেই শুরু করতে পারেন এই যাত্রা। হোক তা একচিলতে বারান্দা বা বাড়ির একটা ছোট্ট কর্নার, গাছ সাজানোর জন্য তাই যথেষ্ট।
সকালবেলা ঘুমজড়ানো চোখে বারান্দায় এসে দাঁড়ালেন, আর চোখের সামনে ফুটে উঠল সবুজ ক্যানভাস। এতে করে চোখের আরাম মিলবে তো বটেই, সঙ্গে মিলবে মনের প্রশান্তি। জানুন বাড়িতে কীভাবে সবুজের ছোঁয়া দেয়া যায়-
>> বাড়ির সামনে বা পেছনে কিংবা ছাদে যদি বাগান করার অবকাশ থাকে, তবে আর দেরি কেন? সারি সারি টবে লাগিয়ে ফেলুন ফুল আর ফলের গাছ। সঙ্গে দিতে পারেন কিছু ঝুলন্ত পাত্রে মনের মতো গাছ। আপনার ফ্ল্যাটের সীমিত পরিসরেও বানিয়ে ফেলতে পারেন গ্রিন কর্নার। এর জন্য তেমন কোনো প্রস্তুতিরও দরকার হয় না কিংবা খরচও নেই তেমন একটা। এখানে ইচ্ছেটাই আসল। বনসাই যদি অপছন্দের তালিকায় থাকে, তবে লাগাতে পারেন হরেক রঙের পাতাবাহার বা লতানো গাছ।
>> বাড়িতে বসার জায়গাটি যদি ছোট হয়, সেখানে টাঙাতে পারেন ঝুলন্ত গাছ। এছাড়া সেখানে তৈরি করে নিতে পারেন লোহা দিয়ে নিজের পছন্দমতো ওয়াল হ্যাঙ্গিং। তারপর ছোট ছোট পাত্রে সেখানে রাখতে পারেন ক্যাকটাস বা মানিপ্ল্যান্ট।
> ডাইনিং টেবিলের মাঝখানেও রাখা যেতে পারে বাহারি পটে একটি কি দুটো ছোট্ট গাছ। দরজার ফ্রেমেও দিতে পারেন লতানো গাছ। এতে করে কেউ বাসায় ঢোকার সময়েই দারুণ একটা সতেজ আবহাওয়া পাবে।
> আজকাল নানা রকম ডিজাইন করা মাটির কলসি পাওয়া যায়। সেগুলোতে লাগাতে পারেন পছন্দের গাছ। এতে করে মিলবে আপনার রুচির পরিচয়। এমনকি আপনার ফেলে দেয়া কাচের বোতলেও রাখতে পারেন লতানো গাছ। তাহলে আর দেরি নয়, আজ থেকেই আপনার অন্দরমহলে সবুজের যাত্রা শুরু করে দিন।