একদল কিশোর ও সরস্বতী পূজা
একদল কিশোর ও সরস্বতী পূজা। সনাতন ধর্মালম্বীরা বসন্ত পঞ্জমী (মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথি) তিথিতে সরস্বতী পূজা করে।এই দিনে ছোটো ছোটো ছেলেমেয়েদের হাতেখড়ি হয়।
বাংলাদেশেও এর প্রচলন রয়েছে। বিশেষ করে স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বর্তমানে করোনার কারনে স্কুল কলেজে আগের মত আয়োজন করা না হলেও পাড়া মহল্লার ছেলেরা পিছিয়ে নেই।
তেমনি এক আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার এক দল কিশোর। নক্ষত্র সংঘের ব্যানারে কিশোর দল এই পূজার আয়োজন করে। ৯ম খ্রিষ্টীয় সাল থেকে সকল মূর্তি পূজার আগে গণেশের পূজা করা শুরু হয়। এখানেও এর ব্যতিক্রম হয়নি।
মিশুক ভৌমিক এর তত্ত্বাবধানে তাড়াইল বাজারের নদীর পাড়ে দেবী সরস্বতীর এই পূজার আয়োজন করা হয়। এই পূজায় সকল ধর্মলম্বাদীদের মধ্যে পূজার প্রসাদ বিতরণ করা হয়।
অত্র পূজার কিশোর আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, টুকু, সাগর, পিয়াস, আনন্দ, শান্ত, জয়, দীপ্ত, আদিত্য, ইমন, জিৎ, অতুল, দীপ, ঐশিক, অভি, আদিত্য, তুর্জয়, তীর্থ, অর্থ, শুভ্রনীল, নিকুঞ্জ জিহাদ প্রমুখ।