sachchida nanda dey
প্রকাশ ১৪/০২/২০২১ ১২:৩৯এ এম
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থীর খেলার সামগ্ৰী বিতরণ
সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের পক্ষে খেলার সামগ্ৰী বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (শ্রীকলস) শিশু ও ছাত্রদের মধ্য এ দাবিকৃত ভলিবল ও নেট প্রদান করেন তিনি।
এসময় ঢালী মোঃ সামছুল আলম বলেন, "মাদক ছাড়ো, খেলা ধরো" স্লোগানকে সামনে রেখে স্থানীয় শিক্ষার্থীদের খেলার মাঠে নিতে এ উদ্যোগ বলে জানান তিনি।
তিনি আরো বলেন এ ধরনের খেলার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শ্রমিক লীগের নেতা কবির, ইউছুপ, মেছের, তুফানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।