Rakib Monasib
প্রকাশ ১৩/০২/২০২১ ০৫:১৮পি এম
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকছেন ৩ হুতি নেতা
ইয়েমেনের তিন হুতি নেতাকে মার্কিন নিষেধাজ্ঞার অধীন থাকতেই হচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন এমন খবর দিয়েছেন।
এই বিদ্রোহী গোষ্ঠীর আনুষ্ঠানিক নাম উল্লেখ করে তিনি বলেন, আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুতি, আবদ আল-খালিক বদর আল-দ্বিন আল-হুতি ও আবদুল্লাহ ইয়াহইয়া আল-হাকিমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।-খবর আরব নিউজের
ইয়েমেনের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তির জন্য তাদের হুমকি হিসেবে আখ্যায়িত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, হুতিদের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছে যুক্তরাষ্ট্র এবং নিষেধাজ্ঞার নতুন লক্ষ্যবস্তু সক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে। বিশেষ করে যারা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ও লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হামলা চালাবে তারাই হবে নিষেধাজ্ঞার পরবর্তী নিশানা।
অ্যান্থনি ব্লিংকিন বলেন, আনসারুল্লাহর অপতৎপরতা, আগ্রাসন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন অংশীদারদের ওপর হামলা, মার্কিন নাগরিকদের অপহরণ-নির্যাতন ও ইয়েমেনের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ওপরে যুক্তরাষ্ট্র পরিষ্কার ধারণা রাখছে।
মানবিক সহায়তার চেষ্টায় সমর্থনের আশায় মঙ্গলবার সন্ত্রাসীদের তালিকা থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠীর নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
অ্যান্থনি ব্লিংকিন বলেন, বিশ্বের সবচেয়ে জঘন্য মানবাধিকার সংকটে পড়া লোকজনকে সহায়তা যাতে বাধগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেই কালোতালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে।