sachchida nanda dey
প্রকাশ ২৪/০১/২০২১ ০৮:১৪পি এম

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন Ad Banner

আশাশুনি উপজেলা সদর ও চাম্পাফুল ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ৯৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় স্কুলের অফিস কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও আচার্য প্রফুল্ল চন্দ্রের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক আব্দুল হাকিম।

“সভায় স্কুলের সহকারী শিক্ষক দ্বীনবন্ধু সরকার, আবু হাসান, তুষার কান্তি ঘোষ, বাবুলাল সরকার, আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ প্রখ্যাত বৈজ্ঞানিক যার নামে বিদ্যালয়ের নামকরণ সেই আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, দ্বিজবর দাস, ক্ষেঁত্রমোহন ঘোষ, মন্মথনাথ বসু, অধ্যাপক বসু কুলোদ্ভব, নগেন্দ্র নাথ, ক্ষিতিনাথ মুখোপাধ্যায়।”

তদভ্রাতাগণ, অমরেন্দ্র নাথ সিংহ, বীরেন্দ্র নাথ সিংহ, আশুতোষ মুখোপাধ্যায়, রামচরণ তর্কতীর্থ, যশস্বী কবিরাজ কালিপদ বন্দোপাধ্যায়, প্রধান শিক্ষকগণ যথাক্রমে দুর্গাপদ বসু, সতীশচন্দ্র ঘোষ, নীলকণ্ঠ চট্টোপাধ্যায়, ধীরেন্দ্র নাথ মজুমদার, মনীন্দ্র নাথ ঘোষ, মৌ. ম. সাহাব উদ্দীন, স ম আজিজুল হক, ম শহীদুল ইসলামসহ বিভিন্ন সময়ে স্কুলের শুভাকাঙ্খী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের স্মৃতিচারণ করে আলোচনা রাখেন।”

সবশেষে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ