- 0
- 0
নেইমারের ফেরার দিনে পিএসজির শিরোপা জয়

ফ্রান্স সুপার কাপের ফাইনালে গতরাতে মুখোমুখি হয়েছে পিএসজি বনাম মার্সেই। পিএসজির হয়ে ব্রাজিলিয়ান প্রাণভোমরা নেইমার জুনিয়রের জন্য ছিলো নতুন বছরের প্রথম ম্যাচে। প্রায় এক মাস ইনজুরিতে ছিলেন নেইমার আর ইনজুরি থেকে ফিরেই নতুন কোচের অধীনে ফ্রান্স কাপ সুপার কাপ জয় করলেন।
বাংলাদেশ সময় রাত ২ টা বাজে ফ্রান্সের স্তাদি বল্লায়ের্ট দেলেলিস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৪৯ তম মিনিটে আর্জেন্টাইন ইকার্ডির গোলে পিএসজি ১-০ গোলে এগিয়ে যায়। ৬৫ তম এঞ্জেল ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার আর ৮৫ তম মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন।
৮৯ মিনিটের সময় মার্সেইর হয়ে গোল করেন পায়েত ২-১।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগ অব্দি আর কোন গোল না হওয়াতে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ হয়। বছরের প্রথম শিরোপা নতুন কোচকে উপহার দিয়ে বরণ করে নিলো টিম পিএসজি।