- 0
- 0
গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরিমানা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের অভিযান চলানো হয়েছে।
জানা যায়, এএসআই কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গত রাতে অবৈধ বালু পরিবহনের দায়ে মনিকো কোম্পানীর বালু ভর্তি ২টি ট্রাক আটক করে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৫০ হাজার টাকা করে দুটি ট্রাককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন দুটি ট্রাকে ১ লাখ টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে চায়না মনিকোসহ কয়েকটি কোম্পানী বালু পরিবহন ও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।