- 0
- 0
নীলডুমুরে টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বনকন্যা ফুটবল মা(বর্তমান বিজি কলেজ মাঠ) এ সরদার বাড়ী একতা যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮দলীয় টি ১০ ক্রিকেট টুনামেন্ট এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী। উক্ত খেলায় সভাপতিত্ব করেন গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ
খাঁন শরীফুল ইসলাম। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম
আব্দর রউফ। ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। উক্ত টুর্নামেন্টে
উদ্বোধনী খেলায় একদিকে নীলডুমুর টাইগার্স ক্লাব অপর দিকে গাবুরা ক্রিকেট একাদশ।
উক্ত খেলাটি আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।