• 0
  • 0
mahfuz
Posted at 12/01/2021 03:38:pm

হিলি ও বিরামপুর সীমান্তে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হিলি ও বিরামপুর সীমান্তে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের হিলি ও বিরামপুর সীমান্তে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো প্রধান অতিথি হিসেবে সীমান্তের বিভিন্ন স্থানে ২ হাজার নারী, পুরুষ ও শিশুদের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন। এসময় হিলি ও বিরামপুর সীমান্তের ৮টি বিওপি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, বিজিবি সব সময় সীমান্ত অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করছে।

করোনাকালিন সময়েরও বিজিবি দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে। এখন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ