• 0
  • 0
Nazrul
Posted at 11/01/2021 04:25:pm

নতুন পথচলার জন্য প্রস্তুত ঋতুপর্ণা

নতুন পথচলার জন্য প্রস্তুত ঋতুপর্ণা

গত বছর বিশ্ববাসীর মনে ছিল কেবল আতঙ্ক, ভয়। আপনজনের মৃত্যু দেখে তিলে তিলে কাটাতে হয়েছে অসংখ্য মানুষকে। দুঃখে ভরে গিয়েছিল প্রায় প্রতিটা মানুষের জীবন। নতুন বছর নতুন ভাবে বাঁচার ইচ্ছে নিয়ে এগিয়ে চলেছে সবাই। সেখানেই থেমে নেই ঋতুপর্ণাও। 

মাসের পর মাস বাড়িতে বসে থাকা, হাতে কাজ না থাকা, শ্যুটিং সেটে না যেতে পারা- সব মিলিয়ে প্রত্যেক শিল্পী, টেকনিশায়নরা ক্ষতির মুখই দেখেছে গত বছর। তবে লকডাউনের পর শ্যুটিং শুরু হতেই নতুন করে বাঁচতে শিখেছে বিনোদন জগতের মানুষেরা। সাধারণ মানুষদের ফের বিনোদনের জোগান দিতে পেরে বেজায় খুশি ঋতুপর্ণার মত সকল তারকারা।

নতুন বছরে এক চমক নিয়ে হাজির হলেন ঋতুপর্ণা। নতুন পথচলায় সকলকে পাশে চান অভিনেত্রী। পোস্ট করলেন শ্যুটিং সেটের ছবি।

নিজের ভ্যানিটি ভ্যানে উঠছেন তিনি। মেকআপ নেওয়ার আগে সাধারণ পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ধূসর রঙের পালাৎজো, নীল রঙের লো নেক টপ এবং শ্রাগ। মুকে মাস্ক এখন নিত্যদিনের পোশাকের মতই হয়ে দাঁড়িয়েছে।

ছবি পোস্ট করে লিখেছেন, "নতুন পথচলার জন্য প্রস্তুত। আমার পাশে থাকবেন।" হ্যাশট্যাগে নতুন ছবির বিষয় লিখেছেন। তবে টাইটেলের বিষয় এখনও খোলসা করেননি। ইতিমধ্যে সকলেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ