• 0
  • 0
Md. Sorif Uddin
Posted at 08/01/2021 04:46:pm

সিলেটে বেড়েছে করোনায় আক্রান্ত

সিলেটে বেড়েছে করোনায় আক্রান্ত

সিলেট বিভাগে  বৃহস্পতিবার (৭ জানুয়ারি) করোনাভাইরাস কারও মৃত্যু হয়নি। সেই সাথে করোনায় কমেছে শনাক্তের সংখ্যা। সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৬৬।

এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। 

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩০ জন। এর মধ্যে সিলেটে ১৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, হবিগঞ্জে ১, সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৭ জন। 

আজ শুক্রবার (৮ জানুয়ারি) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৬৩৩, এর মধ্যে সিলেট জেলায় ৯২৪৮, সুনামগঞ্জে ২৫১৯, হবিগঞ্জে ১৯৬৭ ও মৌলভীবাজার জেলায় ১৮৯৯ জন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ জন। এর মধ্যে শুধু সিলেটেই ২০ জন।  হাসপাতালে ভর্তি আছেন ২জন। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ