- 0
- 0
পার্লামেন্ট ভবন হাঙ্গামায় জড়িত ৬ জনকে গ্রেফতার

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ও তার আশে পাশে বুধবারের দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে মিশিগানের ছয়জন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন পুলিশ বিভাগের ওয়েবসাইটে গ্রেফতারের এই তথ্য প্রকাশ করা হয়।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র নিশ্চিত করেন, মিশিগান অঙ্গরাজ্যের যে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা ক্যাপিটল ভবন ঘিরে দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে জড়িত ছিলেন। হামলার ঘটনায় এ পর্যন্ত প্রায় ৭০ জনকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।
মেট্রোপলিটন পুলিশ বিভাগ থেকে জানা যায়, সঙ্গে অস্ত্র রাখায় মিশিগানের একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে অবৈধভাবে প্রবেশ ও কারফিউ লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজনও করেছিলেন কার্ফিউ লঙ্ঘন।
গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরু হওয়ার ১ঘন্টার ভিতরে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প সমর্থকেরা। এই ঘটনায় ৪ জনের মৃত্যু ও প্রায় অর্ধশত মানুষ আহত হন।
কংগ্রেস ভবনে হামলা সত্ত্বেও ট্রাম্প শেষ পর্যন্ত জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটে জয় ঠেকাতে ব্যর্থ হন। কংগ্রেসে দীর্ঘ বিতর্কের পর বাইডেনকে ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।