• 0
  • 0
MEHEDI HASAN UZZAL
Posted at 06/01/2021 02:12:pm

আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নির্বাচকদের হাতে’

আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নির্বাচকদের হাতে’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যঘোষিত ওয়ানডের প্রাথমিক দলে ঠাঁই হয়নি বাংলাদেশ সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার।

জাতীয় দলের এ তারকা পেসার এমন এক মহাসড়কে এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে পথের শেষ শুধুই অবসর। তবে কবে অবসর নিচ্ছেন যানেন না নড়াইল এক্সপ্রেস খ্যাত এ তারকা ক্রিকেটার। তাইতো মাশরাফির অকপট উচ্চারণ, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন নির্বাচকদের হাতে। 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় মাশরাফির বয়স হবে ৪০ ছুঁই ছুঁই। ওই বয়সে মাশরাফির ওয়ানডে খেলার কথা ভাবা অবান্তর। তাইতো বাস্তবতার কারণেই তাকে বাদ দিতে হয়েছে নির্বাচকদের।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ