• 0
  • 0
Samiha Nusrat Nabila
Posted at 05/01/2021 10:56:pm

পাবজির বিশ্বমঞ্চে বাংলাদেশ

পাবজির বিশ্বমঞ্চে বাংলাদেশ

তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পরিচিত নাম পাবজি মোবাইল ৷ কিশোর যুবক তাছাড়া প্রাপ্ত বয়স্কদের কাছে এই গেমটির জনপ্রিয় ৷ এমনকি এই গেমে হিংসাত্মক এবং ভয়াবহতা শিশুদের কোমল মনে বাজে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় ভারত সহ বেশ কিছু দেশে নিষিদ্ধ করেছিল পাবজি ফ্রী ফায়ার এর মত বিভিন্ন অনলাইন গেমস। অথচ এমন বিতর্কের মাঝেও চলছে পাবজি মোবাইলের বিশ্বকাপ এই বিশ্বকাপে প্রাচের দেশগুলোর সাথে প্রযুক্তিতে পিছিয়ে থাকা বাংলাদেশের দল এ১ স্পোর্ট অংশগ্রহণ করেছিল ৷

শুধু তাই নয় এক লক্ষ বিশ হাজার দলের মধ্যে বাংলাদেশ দলটি উঠে গেছে ফাইনাল রাউন্ডে। গত আগস্ট মাসে শুরু হওয়া প্রতিযোগিতায় বাছাইকৃত ১৬ টি দলের মধ্যে বাংলাদেশের দল এ১ স্পোর্ট জায়গা করে নিয়েছে ৷ এ১ স্পোর্ট এর প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন সাথে রয়েছে আরো চারজন খেলোয়াড়। এই ষোলটি গ্রুপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ,ইউরোপ ,চীন সহ বিভিন্ন দেশের  সেরা খেলোয়াড়রা ৷

আগামী ২১থেকে ২৫ জানুয়ারি এই খেলার গ্র্যান্ড ফাইনাল শুরু হবে আরব আমিরাতে যার মধ্যে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ৷ এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাকছে  বিজয়ী দলের জন্য ১৬ কোটি টাকা। শুভকামনা রইল বাংলাদেশ দল এ১ স্পোর্ট এর জন্য ৷


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ