Thursday -
  • 0
  • 0
mahfuz
Posted at 04/01/2021 07:08:pm

রংপুর জেলা স্কাউটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

রংপুর জেলা স্কাউটের উদ্যোগে শীতার্তদের মাঝে  কম্বল বিতরন
বাংলা‌দেশ স্কাউটস,রংপুর জেলা স্কাউটের উদ্যোগে শীতার্ত‌দের  মা‌ঝে কম্বল বিতরণ করা হয়। 
আজ সোমবার (৪ জানুয়ারি) রংপুর জিলা স্কুল মাঠ প্রঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসিবে  শীতার্ত‌দের  মা‌ঝে কম্বল বিতরণ ক‌রেন রংপুর জেলা প্রশাসক ও সভাপ‌তি বাংলা‌দেশ স্কাউটস, রংপুর জেলা মোঃ আ‌সিব  আহসান।
বি‌শেষ অ‌তিথি হিসে‌বে উপ‌স্থিত ছিলেন জনাব মোছাঃ শাহনাজ বেগম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক(‌শিক্ষা ও আই‌সি‌টি) ও সহ সভাপ‌তি, বাংলা‌দেশ স্কাউটস, রংপুর জেলা । এছাড়া জেলা ও রংপুর  সদর উপ‌জেলা স্কাউট‌সের কর্মকর্তাবৃন্দ উপ‌স্থিত  ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ