• 0
  • 0
Rakib Monasib
Posted at 04/01/2021 01:09:pm

ফের একসঙ্গে তিনজন

ফের একসঙ্গে তিনজন

প্রথমবার এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়। প্রযোজনা সংস্থা উইন্ডোজের ব্যানারে আসছে ছবিটি।

টলিউড ইন্ডাস্ট্রির খবর, শিগগিরই এই ছবির কাজে হাত দেবেন পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা। শুধু তাই নয়। তাদের তিনজনকে সঙ্গে ছবির বিষয় নিয়ে দীর্ঘ কথাও হয়েছে পরিচালকদের।

২০২১ সালে ‘প্রাক্তন’ ছবির পাঁচ বছর। সে কথা মাথায় রেখেই কি আবার ঋতুপর্ণা–প্রসেনজিৎকে নিয়ে ছবি করার কথা ভাবলেন শিবপ্রসাদ-নন্দিতা? যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এ বিষয়ে মুখ খোলেন নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণাও।

প্রসেনজিৎকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিলো অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে। ওই ছবিতে ছিলো বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এরপর জুন মাসে চন্দ্রাশিস রায়ের ‘নিরন্তর’ ছবিতে প্রসেনজিৎ অভিনয় করলেও করোনা মহামারির কারণে হলের পরিবর্তে ওটিটিতে মুক্তি পায় সেই ছবি।

ঋতুপর্ণাও লকডাউনের শুরু থেকেই আছেন সিঙ্গাপুরে। দেবশ্রী রায়ও দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ