Saturday -
  • 0
  • 0
Md. Abdul Kadar
Posted at 06/12/2020 12:07:am

সাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি খাবার বিতরণ

সাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি খাবার বিতরণ

গরীব, অসহায় ও দুস্থদের মাঝে প্রতি শুক্রবার দুপুরে প্রায় ২০০+ খাবারের আয়োজন করে সাসকো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের নিজস্ব তহবিল থেকে তারা এর আয়োজন করে।   

বিচিত্র কর্মজীবীর লোকের বসবাস এই ঢাকা শহরে। এইসব কর্মজীবীদের বিঁড়ে দেখা যায় কত গরীব অসহায় মানুষের। যাদের পরিবারে নিয়মিত মুখে খাবারও দিতে পারে না। এদের নিয়ে কাজ করে বিভিন্ন সামাজিক সংঘটন। শীতের সময় শীত বস্র বিতরণ, বিভিন্ন দিবসে খাবার বিতরণসহ নানা রকম কর্মসূচি পালন করতে দেখা যায়, এই সামাজিক সংঘটনগুলোকে। 

এবার মিরপুরে দেখা গেলো ব্যতিক্রমী উদ্যোগ। যেখানে দেখা যাচ্ছে প্রতি শুক্রবার দুপুরে প্রায় ২০০+ গরীব অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজন করে সাসকো। সাসকোর এক শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলে জানতে পারি, শুক্রবার খাবার আয়োজন ছাড়াও তাদের সংগঠন অন্ধ বাউয়েল এবং বিদ্যাশ্রমের অসহায় মানুষদের নিয়েও কাজ করেন তারা।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ