• 0
  • 0
mahfuz
Posted at 25/11/2020 10:16:pm

সাঘাটায় জেলের বরশিতে ধরা পড়া ঘড়িয়াল নদীতে অবমুক্ত

সাঘাটায় জেলের বরশিতে ধরা পড়া ঘড়িয়াল নদীতে অবমুক্ত

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে জেলের বরশিতে আটকা পড়া ঘড়িয়ালটি নদীতে অবমুক্ত করা হয়েছে।

গতকাল রাতে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর। এ সময় ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ অফিসের হিমন সরকার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীতে মাছ ধরতে গেলে সাঘাটার মুন্সিরহাট মাঝিপাড়ায় জেলে রতেশ্বরের বরশিতে একটি ঘড়িয়াল আটকা পড়ে। খবর পেয়ে ঘড়িয়াল দেখতে শতশত মানুষের ভিড় জমে সেখানে।

পরে বিষয়টি জানতে পেরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিনের নেতৃত্বে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, বিকেলে স্থানীয়রা মোবাইলে জানায় একটি কুমির ধরা পড়েছে, তাৎক্ষণিক সেখানে গিয়ে নিশ্চিত হন। সেটি ঘড়িয়াল তবে বাচ্চা। পরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ঘড়িয়ালটি বাঁচাতে যমুনায় অবমুক্ত করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ