- 0
- 0
মিঠাপুকুরে রাব্বি অপহৃরন ও হত্যাকান্ডে ২জন গ্রেফতার
রংপুরের মিঠাপুকুরে রাব্বি অপহরন ও হত্যাকান্ডের ঘটনায় আল-আমিন (১৬) ও মহিদুল ওরফে মুশফিকুর (২৬) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের সুলুঙ্গা (গোকর্ণ) গ্রামের রফিকুল ইসলামের শিশুপুত্র গোলাম রাব্বি (৭) গত শুক্রবার বিকেলে অপহৃত হয়।
এরপর অপহরনকারীরা তার স্বজনদের কাছে মোবাইল ফোনে মুক্তিপন দাবী করে। এ ঘটনায় ওই শিশুর মা মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন। এর ৪দিন পর সোমবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে ওই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসি।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সম্ভবতঃ দুস্কৃতিকারীরা তাকে হত্যার পর লাশ ধাতক্ষেতে ফেলে পালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে একই গ্রামের বাদল মিয়ার পুত্র আল-আমিন (১৬) ও জাহাঙ্গীর আলমের পুত্র মহিদুল ওরফে মুশফিকুর (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।