- 0
- 0
সময়

আহ্
সময় তুমি কত চালাক
এই আছ এই নাই
প্রতি দিন স্বপ্ন দেখাও আগামীর
আজও আসলোনা সেই দিন
মুলত প্রতি দিন আস
প্রতি দিন আমায় ফাঁকি দাও
যেন তোমায় ছুঁতে না পারি
কেন কর এমন?
কিসের দন্দ আমার সাথে
তোমাকে ত আমি ভালবাসি
তব কেন ধরা দাও না!
সেই দিন বলে বলে
আজ কত দিন হয়ে গেল
একবারও বুঝতে দাওনি
কেন?
কৈশোরে বলেছিলে
যৌবনে ধরা দেবে
আর এখন যৌবনে বলছ
একটু সামনে
তুমি কি এমনি
শুধুই সামনে থাক
কিন্তু আবার পিছন থেকে
উঁকি দিয়ে বল
আমি চলে এছেছি
আর আমি বুঝতেই পারিনা
হয়ত এই না পারার মাঝেই আটকে থাকব
হবেনা তোমার আমার দেখা কোনদিন!
সম্পর্কিত সংবাদ
- 0
- 0