- 0
- 0
বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ৫৭৮০ জন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫ হাজার সাতশত ৮০ জন কৃষক ২০২০-২০২১ অর্থ বছরের কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় ভুট্টা, গম, বোরো ধান, সরিষা, পেয়াজ, টমেটো, মরিচের বীজ ও সার বিনামূল্যে পাবেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে।
তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন মাহমুদ, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু ডংগাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরের কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় ৪৮০ জন পূনর্বাসন ও ৫৩০০ জন কৃষক প্রণোদনা পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, আমরা চেষ্টা করছি কৃষকদের উদ্বুদ্ধ করতে। আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এসব বিতরণ কার্যক্রম চলবে।