About Us
Rakib Monasib
প্রকাশ ১৭/১১/২০২০ ০৩:২৩পি এম

করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ Ad Banner

করোনামুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে করোনামুক্ত হয়েছি। এখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। দুঃসময়ে যারা প্রার্থনা করেছেন, সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।   

এর আগে ৮ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় এই খবর। এর ফলে পিএসএলে অংশ নিতে পারেননি তিনি। প্লে অফের ম্যাচ খেলতে তামিম ইকবাল যেতে পারলেও রিয়াদকে থাকতে হয়েছে আইসোলেশনে।এদিকে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও রিয়াদের খেলা নিয়ে সংশয় জাগলেও এখন অনেকটাই নিশ্চিত।     

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে খুলনার প্রথম ম্যাচ উদ্বোধনী দিনেই। আগামী ২৪ নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা।

জেমকন খুলনা স্কোয়াড  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ