About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
মোঃ রাফি ভূঁইয়া
প্রকাশ ১৭/১১/২০২০ ০১:০৭পি এম

সিরাজগঞ্জ কামারখন্দ বাসের ধাক্কায় একজন আহত

সিরাজগঞ্জ কামারখন্দ বাসের ধাক্কায় একজন আহত Ad Banner

কামারখন্দ বাসের ধাক্কায় একজন আহত হয়েছে নাইম হাসান ( ১৭ )গ্রাম চর কোনাবাড়ি।তাকে সিরাজগঞ্জ কড্ডার মোড় ল‍্যাব এইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর পর। স্থানীয় লোকজন জানান মঙ্গলবার সকাল ১০ টার দিকে একতা বাস  ঢাকা যাওয়ার সময় পেছন থেকে নাইম হাসানকে চাপা দিলে তিনি আহত হন।ঝাঐল রেলওয়ে ওভার ব্রিজে বাসটি পৌঁছালে হাটিকুমরুল বোনপাড়া হাইওয়ে রোডের সাইট দিয়ে পাইকোশা থেকে সাইকেল চালিয়ে বাড়িতে আসছিল ঐব‍্যক্তি একতা পরিবহন বাসের সাথে পিছন থেকে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ কড্ডার  মোড় ল‍্যাভ এইচ হাসপাতালে নেয়,সেখানে তার চিকিৎসা চলছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ