About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Masud Rana
প্রকাশ ১৭/১১/২০২০ ১০:১০এ এম

খালি পেটে চা পানে যত ক্ষতিকর দিক!

খালি পেটে চা পানে যত ক্ষতিকর দিক! Ad Banner

চা খেতে কে না ভালোবাসে। সকাল-বিকেল সব সময় চায়ের মধ্যে ঢুবে থাকেন, চা প্রেমিক মানুষেরা। শরীরের অবসন্ন ভাব দূর করতে চায়ের বিকল্প খুঁজে পাওয়া ভার। 

তবে খালি পেটে চা পান করলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। অ্যাসিডিটির সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে এই অভ্যাস। খলি পেটে চা পান করার ফলে কিছু ক্ষতিকর দিকগুলো জেনে নিন।

★ খালি পেটে ব্ল্যাক টি পান করলে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। যার ফলে পেটে অস্বস্তি তৈরি হয়।

★ খালি পেটে চা পান করলে এতে থাকা ট্যানিন বমি বমি ভাব কিংবা ওই রকম অস্বস্তি তৈরি করে।

★  অতিরিক্ত চা পান পুরুষের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই দিনে চার থেকে পাঁচ কাপের বেশি চা পান না করার পরামর্শ বিশেষজ্ঞদের।

★ খালি পেটে চা পানে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ার সম্ভাবনা থাকে।

★ খালি পেটে চা পানে অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পায়। খাবার হজমে বাধা সৃষ্টিও করে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ