About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
M. R. Sumon
প্রকাশ ১৬/১১/২০২০ ১১:৩৬পি এম

কবিতা একটা প্রেমিকা চাই -কবি জোবায়েত হোসেন রিমন

কবিতা একটা প্রেমিকা চাই -কবি জোবায়েত হোসেন রিমন Ad Banner
একটা প্রেমিকা চাই
জোবায়েত হোসেন রিমন
-------------------------------------------
প্রেমিকা আছে?
প্রেমিকা?
একটা প্রেমিকা চাই
আমার মুমূর্ষ হৃদয়ের শুশ্রূষার জন্য,
একটা মানবিক প্রেমিকা চাই।

এমন কাউকে নয়,
যাকে শুধু ভালোবাসা যায়।  
কাউকে এমন চাই যাকে, অবিশ্বাস করা দায়। 

এই অন্ধকার শহরে সড়ক বাতির আলোর মতো
একটা প্রেমিকা চাই!

একটু ভালোলাগা, ভালোবাসা চাই।
যাকে কারণে-অকারণে ভালোবাসা যায়।

বিকৃত বুদ্ধিদীপ্ত সৌম সাধুরা 
যে রূপ চিহ্নযুক্ত সাধন সঙ্গিনী চায়, 
আমার সেরূপ না হলেও চলবে!
তবে আমার সাথে আলোর মশাল হাতে অজানার উদ্দেশ্যে হারাবে,
এরূপ একটা প্রেমিকা চাই। 

আছে নাকি এই শহরে,
একটা প্রেমিকা?


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Shamem Ahmed - (Dhaka)
প্রকাশ ১৯/০৬/২০২১ ১২:৩২পি এম
Md. Siful Islam - (Bhola)
প্রকাশ ১৮/০৬/২০২১ ০৮:৩৩পি এম
MD.Raisul Islam Rasel - (Faridpur)
প্রকাশ ১৫/০৬/২০২১ ০৬:২০পি এম
MD Rayhan Kazi - (Dhaka)
প্রকাশ ১৩/০৬/২০২১ ১০:০৮পি এম