About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
mahfuz
প্রকাশ ১৬/১১/২০২০ ১২:৪৭পি এম

সাবেক ডেপুটি স্পিকারের মৃত্যুতে রংপুর জেলা আওয়ামীলীগের শোক

সাবেক ডেপুটি স্পিকারের মৃত্যুতে রংপুর জেলা আওয়ামীলীগের শোক Ad Banner

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। 

এক শোক বার্তায় বার্তায় জানানো হয়, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে শওকত আলীর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশ এক প্রবীণ জননেতাকে হারাল, আমরা হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ১৯৬৯ সালে তখনকার পাকিস্তানি শোসকগোষ্ঠীর করা আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে ২৬ নম্বর আসামি করা এবং জাতির পিতার সাথে তার একসঙ্গে কারাবাসের ঐতিহাসিক ঘটনাগুলো অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন সরকার প্রধান। 

শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টায় শওকত আলীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

শরীয়তপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শওকত আলী। তিনি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ