নওগাঁয় ক্যান্সার রোগীদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় ক্যান্সার আক্রান্ত রোগিদের নিয়ে দিনব্যাপি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করা হয়েছে। ৫ মে উপজেলার ডাকবাংলো অডিটোরিয়ামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এবং প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে প্রায় ৪ শতাধিক রোগি বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
তদুপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ এর সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিম ওরফে জিম্মু কাজী উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী মেডিকেল কলেজের নাক-কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন সাঈদ, জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাসলিমা নিগার, পপুলার হাসপাতাল, বগুড়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাকেরা সুলতানা পলিন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. দিপক কুমার মহন্ত, চর্ম-যৌন এবং সেক্স বিশেষজ্ঞ ডা. শামসুজ্জোহা এবং পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালিদ সাইফুল্লাহ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র মো. রেজাউল কবীর চৌধুরী, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ও আব্দুল আহাদ রাহাত, নজিপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুদ্দিন, প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. আবু হোসেন, নো ক্যান্সার মুভমেন্টের আহবায়ক শাকিল রাব্বানিপ্রমূখ।
প্রধান অতিথি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি এসময় চিকিৎসা সেবা খাতে সরকারের গৃহিত উদ্যোগ তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে ক্যন্সার সচেতনতা বৃদ্ধিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গঠনমূলক ভুমিকাকে উৎসাহিত করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিম মেডিকেল ক্যাম্পের যৌক্তিকতা এবং প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অধ্যাপক ডা. দিপক কুমার মহন্ত এবং ডা. সাকেরা সুলতানা পলিন ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার, চিকিৎসা এবং সচেতনতা বিষয়ে বিশদ আলোচনা করেন।
মেডিকেল ক্যাম্পে পত্নীতলা, মহাদেবপুর, ধামইরহাট এবং সাপাহারের প্রায় ৪ শতাধিক রোগি উপস্থিত থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বায়োফার্মা এবং বিভিন্ন ঔষধ বিপনন প্রতিষ্ঠান হতে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন ঔষধ প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা পাটিচরা ইউনিয়নের ক্যান্সার, ডায়াবেটিস ও হার্ট রোগে আক্রান্ত মো. আব্দুল মালেক (৫৮) চিকিৎসা সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত রোগিদের প্রয়োজনীয় ঔষধের যোগান থাকলে সুবিধা হতো বলে অভিমত ব্যক্ত করেন। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুবরাজপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত রোগি ঝরণা বেগম (৫০) বিশেষজ্ঞ ডাক্তারের সেবা এবং ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি নিয়মিত এধণের মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানান।
নজিপুরে কেমো থেরোপিসহ ক্যান্সার আক্রান্ত রোগীদের সচেতন করে তোলা এবং রোগ সম্পর্কে ভয় না করে সচেতনতার মাধ্যমে জয় করার ব্রত নিয়ে আগামিতে কাজ করবেন বলে আয়োজকরা আকাংখা ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানও সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।