নদীতে ঝাঁপিয়ে পড়ে রাজবাড়ির গরু ব্যবসায়ী দুলাল পালের মৃত্যু
ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়ে রাজবাড়ির গরু ব্যবসায়ী দুলাল পালের মৃত্যু হয়েছে। তার কাছে থাকা টাকা খোয়া গেছে, সাথে প্রাণটিও গেছে। বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌপুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের অনিল পালের ছেলে।
এর আগে গত ২ মে বেলা তিনটার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া-আরিচা নৌরুটে ইঞ্জিনচালিত ট্রালারে দিন-দুপুরে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা ৭০/৭৫ জন গরু ব্যবসায়ী কাছ থেকে অন্তত কোটি টাকা লুটে নেয়।
নৌপুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৩টার দিকে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাদলপুর চর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।