MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২৭/০৪/২০২৩ ০৯:২৪পি এম

আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন, মনিরুল ইসলাম পাহলান ও নুরুজ্জামান জয়ী

আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন, মনিরুল ইসলাম পাহলান ও নুরুজ্জামান  জয়ী
জেলা প্রতিনিধি, বরগুনা।। বরগুনার আমতলী পৌরসভার দুই ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে পাঞ্জাবি প্রতিকের দুই প্রার্থী বে-সরকারীভাবে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ‍এপ্রিল) উপ-নির্বাচনে বিজয়ীরা হলেন ২নং ওয়ার্ডে মোঃ মনিরুল ইসলাম পাহলান ও ৮নং ওয়ার্ডে মোঃ নুরুজ্জামান।

জানা গেছে, আমতলী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মঞ্জুরুল হক সেলিম পঞ্চায়েত ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কালু খলিফা তিন বছর পূর্বে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে ওই দুই ওয়ার্ড শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ইভিএম এ নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ মনিরুল ইসলাম পাহলান পাঞ্জাবি প্রতিক নিয়ে ৫৪৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ কবির হোসেন ডালিম প্রতিকে ৩৮৪ ভোট পেয়েছেন। ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ নুরুজ্জামান পাঞ্জাবি প্রতিকে ৫৫০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আবু সুফিয়ান পানির বোতন প্রতিকে ৩৩৭ ভোট পেয়েছেন।

দুই ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঞ্জাবি প্রতিকের প্রার্থীরা বিজয়ী হওয়ার মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা মুঠোফোনে বলেন, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটে বে-সরকারীভাবে দুই ওয়ার্ডে পাঞ্জাবি প্রতিকের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ