MD.KHALED MOSHARRAF SHOHEL
প্রকাশ ২২/০৩/২০২৩ ০৮:০৮পি এম

বরগুনার পাথরঘাটায় বিশ্ব পানি দিবসে খালি কলসি নিয়ে সুপেয় পানির দাবি

বরগুনার পাথরঘাটায় বিশ্ব পানি দিবসে খালি কলসি নিয়ে সুপেয় পানির দাবি
জেলা প্রতিনিধি,বরগুনা।।
'সুপেয় পানি খাবো, সুস্থ শরীর রাখবো, পানির দেশে পানি নেই, সুপেয় পানির ব্যবস্থা চাই'-এ শ্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিশ্ব পানি দিবসে 'পানি সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বলেশ্বর নদ সংলগ্ন রুহিতা মাঝের খাল গ্রামের একটি বিলে বেলা ১১টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, সেইভ পাথরঘাটা পরিবেশ কমিটির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক আরিফুর রহমান, এ এস এম জসিম, টাইগার টিমের সদস্য জাকির হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম সাওজাল, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এ সময় সমাবেশে কমপক্ষে দুই শতাধিক মানুষ উপস্থিত থেকে খালি কলসি নিয়ে নিরাপদ পানির দাবি করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ