বন্ধুদের দেওয়া ‘নেশাদ্রব্য পানে’ স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বন্ধুদের দেওয়া নেশাদ্রব্য পানে সিয়াম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে।
১৪ মার্চ,মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সিয়াম আত্রাই উপজেলার বিপ্র-বোয়ালী গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার কথা বলে সিয়াম বাড়ি থেকে বের হয়। দুপুরে মোবাইল ফোনে সিয়ামের পরিবারকে জানানো হয় সে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ছুটে যান তার বাবা রবিউল ইসলাম।
সিয়ামের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়।
সিয়ামের বাবা রবিউল ইসলামের অভিযোগ, ‘৬ মার্চ স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও বেশ কয়েকজন বন্ধুরা তাকে যেতে দেয়নি। সঙ্গে নিয়ে কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তাকে পান করায়। এরপর অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে যাই। অবস্থার অবনতি হলে ছেলেকে রামেক হাসপাতালে নিয়ে যাই। মঙ্গলবার ভোরে সে মারা যায়। এ ঘটনা ৮ মার্চ আত্রাই থানাকে জানিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হ্যাপি বলেন, ভর্তি করার সময় সিয়াম বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এমন উপসর্গ দেখে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছিলাম।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।