ভারতীয় গৃহবধূ পায়েল সাহাকে নিয়ে পলাতক বাংলাদেশী যুবক l
রোমান হাসান, নামক বাংলাদেশী যুবক ভারতীয় গৃহবধূ পায়েল সাহাকে নিয়ে পলাতক l সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক lউক্ত গৃহবধূ, ভট্ট নগর, লিলুয়া, হাওড়া-711203, পশ্চিমবঙ্গ, ভারত, এর অধিবাসী (Bhatta Nagar, Liluah, Howrah, West Bengal 711203, India )l গৃহবধূকে নিয়ে পালানোর সময় সঙ্গে নিয়ে গেছেন ১৮ ভরি ওজনের স্বর্ণের গহনা এবং নগদ ১ লক্ষ ৭৫ হাজার রুপি l গৃহবধুর ছয় বছরের একটা কন্যা সন্তান হয়েছেl পুলিশে এফআইআর (FIR)করা করা হয়েছে l রোমান হাসানের বাংলাদেশি ঠিকানা কারো জানা থাকলে ও যোগাযোগ করবেন lকেউএদের তাদের সন্ধান পেলে অতি দ্রুত যোগাযোগ করুন- বাংলাদেশ -+88 01701048665, ভারত: +91 918910103147,
রোমান হাসানের বাংলাদেশি ঠিকানা কারো জানা থাকলে ও যোগাযোগ করবেন l