MD. Monoar Hossain - (Dhaka)
প্রকাশ ২৬/০২/২০২৩ ০৪:০২পি এম

২২০০ বছরের বিশ্বের অন্যতম পুরাতন টয়লেট পাওয়া গেল চায়নায়!

২২০০ বছরের বিশ্বের অন্যতম পুরাতন টয়লেট পাওয়া গেল চায়নায়!
২২০০ বছরের বিশ্বের অন্যতম পুরানো ফ্ল্যাশ টয়লেট পাওয়া গেল চায়নায়! ব্যবহার করতেন উচ্চমর্যাদার ব্যক্তিরা, পরিষ্কার করতেন চাকরেরা!

চায়নার ইন্সটিটিউট অব আর্কিওলজি অ্যাট দ্যা চায়না একাডেমি অব সোশ্যাল সায়েন্স এর প্রত্নতত্ত্ববিদরা ইউয়াং শহরের প্রাসাদে অবস্থিত পুরানো দুইটি বিল্ডিং এ খননের সময় এই ফ্ল্যাশ টয়লেটটি আবিস্কার করেন৷ ধারণা করা হচ্ছে এর বয়স ২২০০-২৪০০ বছর। এই নতুন আবিষ্কার চমক জাগিয়েছে কারণ আগে ধারণা করা হত আধুনিক টয়লেটের উদ্ভাবন হয়েছে ভিক্টোরিয়ান ইংল্যান্ডে৷

মূলত এই টয়লেটের একটি বাটি, কিছু ভাঙা অংশ এবং একটি পাইপ পাওয়া গেছে যা বাইরের গর্তের সাথে যুক্ত হয়৷ টয়লেটটির অবস্থার ছিল প্রাসাদের মধ্যে এবং শুধু মাত্র উচ্চমার্গীয় ব্যক্তিরা এটি ব্যবহার করতেন এবং প্রতিবার ব্যবহারের পর চাকরদেরকে টয়লেটের বাটির মাধ্যে পানি ঢালতে হত পরিষ্কার করার জন্য! এবারই প্রথম চায়নায় এমন আধুনিক ফ্ল্যাশ টয়লেট আবিষ্কার হল..

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ