বাংলাদেশে ১৩৮ প্রজাতির স্তন্যপায়ীদের মধ্যে যে ১০ প্রজাতির উচ্চবর্গের স্তন্যপায়ী বা প্রাইমেট পাওয়া যায়, তন্মধ্যে Phayre's Leaf Monkey বা চশমা হনুমান অন্যতম। অদ্ভুত সুন্দর এই মাঝারি আকারের প্রাণিটি দেশের চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনগুলোতে দেখতে পাওয়া যায়। তবে অবশ্যই ভাগ্য প্রসন্ন থাকলে।
মানবজাতি একচেটিয়া স্বার্থে বিশ্বজুড়ে সভ্যতার ক্রমবিকাশ করতে গিয়ে বন বনাঞ্চল ধ্বংস করেছে নির্বিচারে, কোনোরকম সভ্যতা আর প্রকৃতির ভারসাম্যের কথা না ভেবেচিন্তেই! যার দরুণ আজ এরা বিশ্বজুড়ে IUCN এর রেডলিস্ট অনুযায়ী বিপন্ন (Endangered) আর আমাদের দেশে মহাবিপন্ন (Critically Endangered )।
সম্প্রতি কয়েক বছরে করা গবেষণাগুলোয় দেশের উত্তর পূর্বাঞ্চলের বনগুলোতে চশমা হনুমানদের সংখ্যা মোটামুটি ৪০০র মত হলেও বিগত তিন দশকে এদের সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ৮০ শতাংশ।
এভাবে চললে আগামী প্রজন্ম এদের হয়তো কেবল ছবিতেই দেখবে!
এ পৃথিবীটা আমাদের যেমন, তেমনি অন্যান্য প্রাণীদেরও। স্রষ্টা প্রাণীকূল সৃষ্টি করেছেন আমাদের সহোযোগিতার জন্য, কাজে আসার জন্য, এই কথার মানে এই নয় যে আমাদের লাগামহীন ভোগবিলাসিতার করাতে সমস্ত প্রাণীকুলকে তাদের অস্ত্বিত্ব বিসর্জন দিতে হবে। প্রতিটা প্রাণী, প্রতিটা প্রজাতিই কোনো না কোনোভাবে বাস্তুসংস্থানের সাথে জড়িত।
নির্বিচারে এদের আবাস ধ্বংস করে আমরা কেবল এইসব প্রাণীদেরই নিশিন্হ করছিনা, ডেকে আনছি আমাদেরই সমুহ বিপদকে।
আমরা মানুষ
আমাদের শ্রেষ্ঠত্ব সহাবস্থানে, সর্বগ্রাসীতায় নয়...
ছবিটা গতবছর ডিসেম্বরে লাউয়াছড়া বনের গহীন থেকে তোলা হয়েছে..