নুরুজ্জামান 'লিটন' - (Naogaon)
প্রকাশ ২০/১১/২০২২ ১০:৩৮এ এম

নওগাঁয় নেশা জাতীয় ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় নেশা জাতীয় ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলার মান্দায় নেশার জাতীয় ট্যাবলেটসহ জুয়েল রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ নভেম্বর, শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ১৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অর্জুর কুমার সঙ্গীয় ফোর্সসহ জুয়েল রানার বাড়িতে অভিযান দেন। এসময় তল্লাশী চালিয়ে শয়নঘর থেকে ১৫০পিস নেশার বড়িসহ তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আরও বলেন, গ্রেপ্তার জুয়েল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ রোবরার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ