নির্মল দাশ মন্টু ( ওসমানীনগর) - (Sylhet)
প্রকাশ ১৮/১১/২০২২ ০২:৪৯পি এম

মদন মোহন কলেজ এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিগ্রী - অনার্সের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

মদন মোহন কলেজ এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের  ডিগ্রী - অনার্সের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত
সিলেটের মদন মোহন কলেজ এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিগ্রী - অনার্সের শিক্ষার্থী মিলে ২য় মিলন উৎসবের আয়োজন করে ফুড প্যালেস এর হল রোমে।

মিলন মেলা আয়োজন এর উদ্দেশ্য ছিলো অনার্স ও ডিগ্রির শিক্ষাথীর মধ্যে কোনো ভেদাভেদ না থাকে । সবার মধ্যে ববন্ধুত্ব অটুট থাকে।

মিলন উৎসবে প্রথমে পরিচিতি পর্ব,
বিনোদন পর্ব, দৃষ্টি আকর্ষণ করে।

"মিলন উৎসবে" অনুষ্ঠানে অতিথী হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ, মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ স্বপন মিয়া সাকি, সাবেক প্রভাষক মোঃ জাকারিয়া আহমেদ।

মিলন উৎসবের অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ এর বৃহস্পতিবার।


মিলন উৎসবের তত্ত্বাবধান করেছে টিম এমএমসি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ