কুড়িগ্রামে ১৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আটক
কুড়িগ্রামে ১৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আব্দুল আজিজ (৩৫)কে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি জানায়, ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর থানাধীন উত্তর কমরপুর শিবেরতর এলাকা থেকে ফুলবাড়ীর মাদক সম্রাট আব্দুল আজিজকে ১৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে জেলা পুলিশ।