Shazzadul alam khan - (Mymensingh)
প্রকাশ ১৮/০৩/২০২২ ১০:৫৯এ এম

ভালুকায় বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

ভালুকায় বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকী উদযাপন
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহন করে। সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, গোলাম মোস্তফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নী, সহ অন্যরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তাসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ