নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জয় বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, জেলা পরিষদ, সড়ক জনপথ, গনপুর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার ( এলজিইডি) সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও আদর্শ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে জেলা আওয়ামী লীগের দ্বিধা বিভক্ত দুটি অংশই পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পন এবং আলোচনা সভা করেন।