Md. Abu Raihan
প্রকাশ ১৭/০৩/২০২২ ০৪:০৭পি এম

জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপিত

জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপিত
ad image
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে উৎযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল আটটায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সহ-সভাপতি গোলাম হক্কানি ও সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অনন্যরা।

দিবসটি উপলক্ষে দিন ব্যাপি জেলার সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সাংষ্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ