Shakil Islam - (Nilphamari)
প্রকাশ ১৭/০৩/২০২২ ০৪:০৮পি এম

বাঙালি জাতির জনকের জন্মদিনে নীলফামারীর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাঙালি জাতির জনকের  জন্মদিনে নীলফামারীর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার ও ডিসি মোড়ে অবস্থিত বাঙালি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এদিন প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এড.মমতাজুল হক দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় জেলা প্রশাসনের সদস্যরা রাষ্ট্রীয় সালাম গার্ড অব অনার প্রদান করে। পরে দোয়া মোনাজাত করা হয়।

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯২০ সালের এ দিনে তদানিন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশবে খোকা নামের ছেলেটিই একদিন হয়ে উঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারি।

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ঘিরে সারাদিন ব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে নীলফামারী জেলা আওয়ামী লীগ। এর মধ্যে ১৭ মার্চ আওয়ামী লীগের কর্মসূচির মধ্য রয়েছে- দলের কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। নীলফামারীসহ দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ