KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ১৩/০৩/২০২২ ০৩:৩২পি এম

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাকিব

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাকিব
বশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। ১৩ মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাকিব। আজ শনিবার (১২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব। এরপর বোর্ড সভাপতি ও সাকিব বিষয়টি নিশ্চিত করেন। সাকিব বলেন, ‘পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে। আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকবো। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

বিসিবি সভাপতি বলেন, ‘পরশু দিন দুবাই থেকে এসেই সাকিব আমার বাসায় এসেছিল, এটা আসার কথা ছিল। ওর সাথে কিছু কথাবার্তা হয়েছে। ওকে সময়ও দেওয়া হয়েছিল ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখার। কালকে ও আমার সাথে কথা বলেছে। আজ আমরা বোর্ডে বসেছিলাম সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে।’
তিনি আরও বলেন, ‘পরশু দিন সে যে জিনিষটা বলেছে, আসলে সে একটু মানসিকভাবে ডিস্ট্রাক্ট।

এটা আমাদের সকলেরই, কোনো না কোনো সময় এরকম হয়। অনেকে আপনারা ধারণা করে নিচ্ছেন, এটার জন্য-ওটার জন্য। যে কোনো মানুষেরই এমন জিনিস থাকতে পারে, মানুষ এটা জানেই না। ও মানসিকভাবে একটু ডিস্ট্রাক্ট, সে জন্য সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। সে আমার সাথে আলাপ আলোচনা করেছে এবং বলেছে সব ফরম্যাটে খেলত চায়। ইনক্লুডিংলি দক্ষিণ আফ্রিকা।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ