লোহাগাড়ায় বীর নিবাসের নির্মাণ কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন
চলতি (২০২১-২০২২) অর্থবছরে মুজিববর্ষ উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় লোহাগাড়া উপজেলায় বীরনিবাসের নির্মাণাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার আধুনগর, চরম্বা এলাকায় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবিব জিতু, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া ও মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতু বলেন, ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ সরকারের এমন প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বীরনিবাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া জানান, এ প্রকল্পটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিজস্ব ভিটায় পাকা দুটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং রুম ও একটি ড্রয়িং রুম একতলা ভবনসহ ৬৩৫ বর্গফুটের ফ্ল্যাট বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। প্রতিটি আবাসন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।