Md. Jillur Rahman Russell - (Faridpur)
প্রকাশ ০৯/০৩/২০২২ ০৫:২৭পি এম

ফরিদপুরে বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলার সকল বিভাগীয় প্রধানগণের সাথে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসআের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লাসহ জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের অধিনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ২০২১-২২ অর্থ বছরের চেক বিতরন করা হয়। মোট ১৫০ জন রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ টাকার চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ