ফকিরহাট আহম্মদ ডায়াগনস্টিক ক্লিনিকে লাখ টাকা জরিমানা
বাগেরহাটের ফকিরহাট আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণু মুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা,লাইসেন্স বিহীন বা লাইসেন্স নবায়ন না করা, মেডিকেল অফিসারের অনুপস্থিতি, আসন সীমার অতিরিক্ত রোগী ভর্তি রোধে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ক্লিনিক ম্যানেজার আকরাম হোসেন-কে নগদ এক লক্ষ টাকা জরিমান করে তা আদায় করো হয়। রবিবার (৬র্মাচ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১টি মামলায় ০১ জনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় বলে জেলা প্রশাসনের কার্যালয় সুত্রে জানা গেছে। এছাড়াও জেলা প্রশাসন এর পক্ষ হতে জনসাধারনের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।