শাওন হোসেন
বঙ্গবন্ধুর ভাষণ ৭ই মার্চ,১৯৭১ সন,
আজও সেই ভাষণ শুনলে হৃদয়ের
মাঝখানে হয় রক্তক্ষরণ,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি লাখো বাঙালির হৃদয়ে,
আজও আছো ঘুমিয়ে।
বাঙালির এই অশ্রু ভরা চোখ
তোমায় স্বপ্নে দেখে আজও,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ,
স্বাধীন কর, স্বাধীন কর, জনগনের শ্লোগানে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি জনতার মঞ্চে
দাঁড়ালেন এসে দৃপ্ত পায়ে হেঁটে মৃত্যু হাতের মুঠোয়,
চোখে স্বপ্ন জয় বাংলার শ্লোগান ঠোটে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি
সে বজ্রকন্ঠে বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে
শোনালেন তাঁর অমর -কবিতা খানি:
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।