গিনেশ ওয়াল্ড রেকর্ডে মফস্বলের ইমরান
গিনেশ ওয়াল্ড রেকর্ডে যুক্ত হলেন মৌলভীবাজার জেলা সদর চাঁনপুর গ্রামের হোসাইন আহমদ ইমরান। ছেলেবেলা থেকেই খেলাধুলার প্রতি খুবই আগ্রহী ছিলেন কিন্তু বিভিন্ন বর্ডিং প্রতিষ্টানে পড়ালেখা করার ফলে সকল প্রকার খেলাধুলা থেকেই পিছিয়ে পড়েন তিনি। সব কিছু গুছিয়ে যখন নিজেকে সময় দেয়ার সুযোগ পেলেন, সুযোগ হাতছাড়া করেন নি ইমরান। স্বাস্থ সচেতনতার কথা মাথায় নিয়ে দৌড়ে অংশ নেন তিনি, বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে ফিনিশ লাইন ছোঁয়ে অর্জন করেন দেশি বিদেশি ২০+ মেডেল এবং ক্রেষ্ট।
দেশি বিদেশি এই অর্জনগুলোই তাকে সাহস যোগায় গিনেশ রেকর্ডে অংশ নেয়ার।